দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৩
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ বহন করে ?
উত্তর:
তড়িৎ বিশ্লেষণে বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ নির্দিষ্ট তড়িদ্বারের দিকে সঞ্চলনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।
প্রশ্ন:২
সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এমন দুটি পদার্থের নাম লেখো। এরা তড়িৎ পরিবহন করে না কেন ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এরূপ দুটি তরল হল বেঞ্জিন ও চিনির দ্রবণ। এদের জলীয় দ্রবণে এরা আয়নে বিশ্লিষ্ট হয় না বলে এরা তড়িৎ পরিবহন করে না।
প্রশ্ন:৩
পরমাণু কখন অ্যানায়নে পরিণত হয় ?
উত্তর:
পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়নে পরিণত হয়।
প্রশ্ন:৪
ক্যাথোডে কোন্ আয়ন তড়িৎমুক্ত হয় ?
উত্তর:
ক্যাথোডে ক্যাটায়ন তড়িৎমুক্ত হয়।
প্রশ্ন:৫
মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হতে পারে কি না বুঝিয়ে বলো।
উত্তর:
মৌলিক পদার্থকে যেহেতু রাসায়নিকভাবে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে না, তাই মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না।
প্রশ্ন:৬
ক্যাথোড ও অ্যানোড কী ?
উত্তর:
ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দ্বারকে ক্যাথোড বলে। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দ্বারকে অ্যানোড বলে।
প্রশ্ন:৭
তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না—এরূপ পদার্থকে কী বলে ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না—এরূপ পদার্থকে তড়িৎপরিবাহী বলে।
দুটি তড়িৎপরিবাহী পদার্থের উদাহরণ হল—ধাতব পরিবাহী—তামা; অধাতব পরিবাহী—গ্রাফাইট।
প্রশ্ন:৮
তড়িৎ বিশ্লেষণে কোন্ শক্তি, কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর:
তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন:৯
একযোজী এবং দ্বিযোজী আয়নে কত একক তড়িৎ বর্তমান থাকে ?
উত্তর:
একযোজী আয়নে এক একক এবং দ্বিযোজী আয়নে দুই একক তড়িৎ বর্তমান থাকে।
প্রশ্ন:১০
পরমাণু কখন ক্যাটায়নে পরিণত হয় ?
উত্তর:
পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নে পরিণত হয়।
Comments
Post a Comment