প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৩
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ বহন করে ?
উত্তর:
তড়িৎ বিশ্লেষণে বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ নির্দিষ্ট তড়িদ্বারের দিকে সঞ্চলনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।
প্রশ্ন:২
সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এমন দুটি পদার্থের নাম লেখো। এরা তড়িৎ পরিবহন করে না কেন ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এরূপ দুটি তরল হল বেঞ্জিন ও চিনির দ্রবণ। এদের জলীয় দ্রবণে এরা আয়নে বিশ্লিষ্ট হয় না বলে এরা তড়িৎ পরিবহন করে না।
প্রশ্ন:৩
পরমাণু কখন অ্যানায়নে পরিণত হয় ?
উত্তর:
পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়নে পরিণত হয়।
প্রশ্ন:৪
ক্যাথোডে কোন্ আয়ন তড়িৎমুক্ত হয় ?
উত্তর:
ক্যাথোডে ক্যাটায়ন তড়িৎমুক্ত হয়।
প্রশ্ন:৫
মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হতে পারে কি না বুঝিয়ে বলো।
উত্তর:
মৌলিক পদার্থকে যেহেতু রাসায়নিকভাবে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে না, তাই মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না।
প্রশ্ন:৬
ক্যাথোড ও অ্যানোড কী ?
উত্তর:
ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দ্বারকে ক্যাথোড বলে। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দ্বারকে অ্যানোড বলে।
প্রশ্ন:৭
তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না—এরূপ পদার্থকে কী বলে ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না—এরূপ পদার্থকে তড়িৎপরিবাহী বলে।
দুটি তড়িৎপরিবাহী পদার্থের উদাহরণ হল—ধাতব পরিবাহী—তামা; অধাতব পরিবাহী—গ্রাফাইট।
প্রশ্ন:৮
তড়িৎ বিশ্লেষণে কোন্ শক্তি, কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর:
তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন:৯
একযোজী এবং দ্বিযোজী আয়নে কত একক তড়িৎ বর্তমান থাকে ?
উত্তর:
একযোজী আয়নে এক একক এবং দ্বিযোজী আয়নে দুই একক তড়িৎ বর্তমান থাকে।
প্রশ্ন:১০
পরমাণু কখন ক্যাটায়নে পরিণত হয় ?
উত্তর:
পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নে পরিণত হয়।
Comments
Post a Comment