নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ম্যালেরিয়া
স্ত্রী অ্যানােফিলিস মশা ম্যালেরিয়া রােগাক্রান্ত মানুষের রক্ত টেনে নেওয়ার সময় ম্যালেরিয়ার জীবাণুও টেনে নেয় । ঐ জীবাণু মশার শরীরে গিয়ে মরে না । পরবর্তী ১০ থেকে ২০ দিনে রােগজীবাণুর নানা পরিবর্তন হয় । তাতে তাদের রােগ বিস্তারের ক্ষমতা যায় না । এরপর ঐ মশা কোন সুস্থ মানুষকে কামড়ালে পরবর্তিত জীবাণুগুলির মধ্যে কিছু সংখ্যক জীবাণু সুস্থ মানুষের শরীরে ঢােকে এবং তাকে অসুস্থ করে তােলে ।
বৰ্ত্তমান শতকের প্রথমার্ধ পর্যন্ত আমাদের দেশের প্রায় প্রতিটি লােক ম্যালেরিয়াতে ভুগেছে । মারাও গেছে অসংখ্য লােক । দক্ষিণ আমেরিকা , আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই রােগের ব্যাপক আক্রমণ ছিল ।
১৮৯৭ সালে কলকাতায় বসে পিজি হাসপাতালের বায়ােকেমিষ্ট্রি বিভাগের অধ্যাপক ড . রােনাল্ড রস আবিষ্কার করেন যে ম্যালেরিয়া রােগ এক প্রকার জীবাণু থেকে হয় এবং অ্যানােফিলিস মশা এক ব্যক্তি থেকে ঐ জীবাণু বহন করে অন্য ব্যক্তিতে সংক্রামিত করে । তার আগে লােকের ধারণা ছিল ম্যালেরিয়া ( mal = bad , aria = air ) এক প্রকার দূষিত বাতাস থেকে হওয়া অসুখ । এই আবিষ্কারের জন্য ড. রস নােবেল পুরস্কার পান ।
ডিডিটি - র আবিষ্কার এবং স্বাধীনােত্তর কালে এর ব্যাপক ব্যবহার ম্যালেরিয়াকে প্রায় বিতাড়িত করেছিল । কিন্তু মশা ডিডিটি - র বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলায় ১৯৭০ সালের পর ম্যালেরিয়া আবার ফিরে এসেছে । ম্যালেরিয়া ও মশক নিবারণের ব্যাপক প্রয়াস না নিতে পারলে দুঃস্বপ্নের দিনগুলাে বােধহয় আবার ফিরে আসবে ।
Comments
Post a Comment