শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
ম্যালেরিয়া
স্ত্রী অ্যানােফিলিস মশা ম্যালেরিয়া রােগাক্রান্ত মানুষের রক্ত টেনে নেওয়ার সময় ম্যালেরিয়ার জীবাণুও টেনে নেয় । ঐ জীবাণু মশার শরীরে গিয়ে মরে না । পরবর্তী ১০ থেকে ২০ দিনে রােগজীবাণুর নানা পরিবর্তন হয় । তাতে তাদের রােগ বিস্তারের ক্ষমতা যায় না । এরপর ঐ মশা কোন সুস্থ মানুষকে কামড়ালে পরবর্তিত জীবাণুগুলির মধ্যে কিছু সংখ্যক জীবাণু সুস্থ মানুষের শরীরে ঢােকে এবং তাকে অসুস্থ করে তােলে ।
বৰ্ত্তমান শতকের প্রথমার্ধ পর্যন্ত আমাদের দেশের প্রায় প্রতিটি লােক ম্যালেরিয়াতে ভুগেছে । মারাও গেছে অসংখ্য লােক । দক্ষিণ আমেরিকা , আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই রােগের ব্যাপক আক্রমণ ছিল ।
১৮৯৭ সালে কলকাতায় বসে পিজি হাসপাতালের বায়ােকেমিষ্ট্রি বিভাগের অধ্যাপক ড . রােনাল্ড রস আবিষ্কার করেন যে ম্যালেরিয়া রােগ এক প্রকার জীবাণু থেকে হয় এবং অ্যানােফিলিস মশা এক ব্যক্তি থেকে ঐ জীবাণু বহন করে অন্য ব্যক্তিতে সংক্রামিত করে । তার আগে লােকের ধারণা ছিল ম্যালেরিয়া ( mal = bad , aria = air ) এক প্রকার দূষিত বাতাস থেকে হওয়া অসুখ । এই আবিষ্কারের জন্য ড. রস নােবেল পুরস্কার পান ।
ডিডিটি - র আবিষ্কার এবং স্বাধীনােত্তর কালে এর ব্যাপক ব্যবহার ম্যালেরিয়াকে প্রায় বিতাড়িত করেছিল । কিন্তু মশা ডিডিটি - র বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলায় ১৯৭০ সালের পর ম্যালেরিয়া আবার ফিরে এসেছে । ম্যালেরিয়া ও মশক নিবারণের ব্যাপক প্রয়াস না নিতে পারলে দুঃস্বপ্নের দিনগুলাে বােধহয় আবার ফিরে আসবে ।
Comments
Post a Comment