ভারতীয় সভ্যতার বিবর্তন - এক নম্বরের প্রশ্নোত্তর ১। ভারতবর্ষের প্রাচীনতম নগর সভ্যতার নাম লেখো। উঃ। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল সিন্ধুসভ্যতা। ২। সিন্ধুসভ্যতা কে, কবে আবিষ্কার করেন? উঃ। ১৯২২ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন। এসময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন স্যার জন মার্শাল। ৩। 'মহেন-জো-দারো' কথার অর্থ কী? উঃ। মহেন-জো-দারো কথার অর্থ-‘মৃতের স্তূপ’। ৪। সিন্ধুসভ্যতা কোন্ যুগের সভ্যতা? উঃ। সিন্ধুসভ্যতা 'তাম্র-প্রস্তর যুগ’ (Chalcolithic Age)-এর সভ্যতা। ৫। হরপ্পা কোথায় অবস্থিত? উঃ। পাঞ্জাবের মন্টগোমারি-তে হরপ্পা অবস্থিত।
জিয়ারজিয়াসিস
এই রোগের কারণ জিয়ারডিয়া লামব্লিয়া নামক একপ্রকার এককোষী পরজীবী।
উপসর্গ ::
মল দুর্গন্ধযুক্ত, ফ্যানা ফ্যানা এবং পরিমানে বেশি হয়। পেটে ব্যাথা থাকে , বায়ু বা গ্যাস হয়। অরুচি বমি বমি ভাব এবং অল্প জ্বরও থাকতে পারে। রোগী কিছুদিন ভালো থাকার পর আবার অসুস্থ হয়ে পরে।
জিয়ারডিয়ার সংক্রমণ অধিকাংশ ক্ষেত্রে নিজের থেকেই সেরে যায়।
তামাশার মতো এই রোগও জল ও খাদ্য বাহিত এবং এর নিরাময়ের জন্য ডাক্তারি চিকিৎসার প্রয়োজন।
Comments
Post a Comment