গান্ধি আরউইন চুক্তি পটভূমিঃ গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন রকম নির্মম পন্থা অবলম্বন করেছিল । যেমন সত্যাগ্রহীদের উপর গুলিবর্ষন, আন্দোলনের নেতৃবৃন্দ দের গ্রেফতার প্রভৃতি।
জিয়ারজিয়াসিস
এই রোগের কারণ জিয়ারডিয়া লামব্লিয়া নামক একপ্রকার এককোষী পরজীবী।
উপসর্গ ::
মল দুর্গন্ধযুক্ত, ফ্যানা ফ্যানা এবং পরিমানে বেশি হয়। পেটে ব্যাথা থাকে , বায়ু বা গ্যাস হয়। অরুচি বমি বমি ভাব এবং অল্প জ্বরও থাকতে পারে। রোগী কিছুদিন ভালো থাকার পর আবার অসুস্থ হয়ে পরে।
জিয়ারডিয়ার সংক্রমণ অধিকাংশ ক্ষেত্রে নিজের থেকেই সেরে যায়।
তামাশার মতো এই রোগও জল ও খাদ্য বাহিত এবং এর নিরাময়ের জন্য ডাক্তারি চিকিৎসার প্রয়োজন।
Comments
Post a Comment