বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
এইডস ( AIDS )
এইডস ( AIDS ) এর পুরো নাম Acquired immunodeficiency syndrome. অর্থাৎ ইংরেজী শব্দগুলাের আদ্যক্ষর নিয়ে এইডস । আমাদের দেহের স্বাভাবিক এক জবরদস্ত প্রতিরােধ ব্যবস্থা আছে । টি - লিম্পােসাইট নামে রক্তের এক প্রকার শ্বেত কণিকা এই প্রতিরােধ ব্যবস্থার সেনাপতি । এই কণিকার পরােক্ষ এবং প্রত্যক্ষ আক্রমণে প্রতি নিয়ত দেহে আগত অসংখ্য রোগ জীবাণু ধ্বংস প্রাপ্ত হচ্ছে । প্রতিষেধক টিকা এই কণিকাদের ও তাদের সহকারী সৈন্যদের প্রতিরােধ ক্ষমতা অনেক গুণ বাড়ায় ।
এইডস রােগের ভাইরাসের নাম HIV - Human immunodeficiency virus . এই ভাইরাস প্রতিরােধ দুর্গের সেনাপতি টি - লিম্ফোসাইট কোষের উপর বসে আস্তে আস্তে কোষের এমন পরিবর্তন করে নেয় যে , সেনাপতি অর্থাৎ কোষ নিজেই এইচ আই ভি ভাইরাসের আজ্ঞানুবর্তী দাস হয়ে যায় এবং নিজেই হাজার হাজার এইচ আই ভি , ভাইরাস তৈরী করে। সেই ভাইরাসগুলি এর পর ঐ কোষ ফাটিয়ে বেরিয়ে পড়ে এবং তারপর নতুন নতুন টি - লিম্ফোসাইট কোষকে আক্রমণ করে তাদেরকেও একই অবস্থায় নিয়ে যায় । ফলতঃ কিছু দিন পরে দেহের প্রতিরােধ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় । সর্দি , ইনফ্লুয়েঞ্জার মতাে তুচ্ছ রােগেও শরীর তখন কাবু হয়ে যায়। কোন রকম ওষুধ , অ্যান্টিবায়ােটিক কোন কিছুই আর কাজ করে না । ফলে প্রতিরােধহীন অবস্থায় যে কোন রােগ জীবাণুর আক্রমণে মৃত্যু তখন অনিবার্য হয়ে ওঠে । এখন পর্যন্ত এইডস রােগে ধরলে তার আর পরিত্রাণ নাই ।
তাই যে যে পথে এইডস রােগ সংক্রামিত হয় বা হতে পারে , সেই সেই বিষয়ে সতর্ক থাকলে এইডস রােগের ভয় থাকবে না ।
1. যৌন সংসর্গের মাধ্যমে একজন থেকে অন্যজনে এইচ , আই ভি ভাইরাস সংক্রামিত হতে পারে ।
2. রক্তদান ও গ্রহণের মাধ্যমে সংক্রামিত হতে পারে । এইডস রােগীকে ইনজেকশন দেওয়ার পর সূচকে উপযুক্ত ভাবে পরিশােধিত না করে অন্যকে ঐ সূচ দিয়ে ইঞ্জেকশন দিলে তারও এইডস হতে পারে ।
3. সেলুনে এক ক্ষুর দিয়ে এইডস রােগী ও সুস্থ মানুষের চুল - দাড়ি কামানাের মাধ্যমে এই রােগ সংক্রমিত হতে পারে ।
4. এইডস রােগগ্রস্ত প্রসূতি শতকরা ৩০-৪০ ভাগ ক্ষেত্রে নবজাতকের দেহে রােগ সংক্রামিত করতে পারে । রােগগ্রস্ত মাতা স্তনদানের মাধ্যমে শিশুতে রােগ সংক্রমিত করতে পারে ।
তবে সাধারণ মেলামেশা এমনকি উচ্ছিষ্ট ভক্ষণেও এই রােগ সংক্রমিত হয় না । এই রােগ একই গৃহে বাস করলে একজন থেকে অন্যজনে সংক্রামিত হয় না । রক্তের সংমিশ্রণ বা যৌন সংযােগ বিষয়ে সতর্ক থাকলেই এইডস হবার ভয় নাই । সেজন্য এই রােগ সম্পর্কে অহেতুক ভয় না থাকা উচিৎ ।
সিফিলিস , গনােরিয়া প্রভৃতি সাংঘাতিক সংক্রামক যৌন রােগ অসংযত জীবন যাপনের ফলেই হয় । পিতা / মাতার দোষে অনেক সময় শিশুদের গনােরিয়া হয় এবং তার ফলে অন্ধত্ব ঘটতে পারে।
Comments
Post a Comment