নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য
Sl. No. | যান্ত্রিক আবহবিকার | রাসায়নিক আবহবিকার |
---|---|---|
1 | বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাস্তর যখন ফেটে ছোটো ছোটো খন্ড বা চূর্ণে পরিণত হয় মূল শিলার ওপরে অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। | নানান রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বিয়োজিত হওয়ার ঘটনাকে রাসায়নিক আবহবিকার বলে। |
2 | যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে। শিলা গঠনকারী খনিজের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না। | রাসায়নিক আবহবিকারের ফলে শিলার মধ্যে অবস্থিত খনিজগুলি বিয়োজিত হয়। ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মেরই পরিবর্তন ঘটে। |
3 | উষ্ণ, মরু ও মরুপ্রায় অঞ্চল এবং শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় সংঘটিত হয়। | আর্দ্র ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি পরিমাণে সংঘটিত হয়। |
4 | যান্ত্রিক আবহবিকার অনেক সময় সশব্দে ঘটে থাকে। | রাসায়নিক আবহবিকার নিঃশব্দে ঘটে থাকে। |
5 | ভূমিরূপ গঠন ও পরিবর্তনের ক্ষেত্রে যান্ত্রিক আবহবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। | রাসায়নিক আবহবিকার ভূমিরূপ গঠন ও পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। |
6 | যান্ত্রিক আবহবিকারের কয়েকটি প্রক্রিয়া হল— ভারহ্রাসের ফলে প্রসারণ, উষ্ণতার হ্রাসবৃদ্ধির ফলে সংকোচন ও প্রসারণ, কেলাস গঠন প্রভৃতি। | রাসায়নিক আবহবিকারের কয়েকটি প্রক্রিয়া হল—জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, দ্রবণ প্রভৃতি। |
7 | মানব জীবনে যান্ত্রিক আবহবিকারের প্রভাব সীমিত। | মানব জীবনের ওপর রাসায়নিক আবহবিকারের যথেষ্ট প্রভাব রয়েছে। |
8 | উদ্ভিদ ও প্রাণী যান্ত্রিক প্রক্রিয়ায় আবহবিকার ঘটায়। | মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্ট আম্লিক পদার্থ রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। |
9 | যান্ত্রিক আবহবিকারপ্রাপ্ত চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড দেখে মূল শিলাকে চিহ্নিত করা যায়। | রাসায়নিক বিশ্লেষণ ছাড়া রাসায়নিক আবহবিকারের মূল শিলাকে চিহ্নিত করা যায় না। |
10 | প্রধানত উষ্ণতা, আর্দ্রতা, ও চাপের তারতম্যজনিত কারণে যান্ত্রিক আবহবিকার ঘটে। | শিলার মধ্যে অবস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে অ্যাসিড মিশ্রিত জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে আবহবিকার ঘটে। |
11 | যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া খালি চোখে চিহ্নিত করা যায় এবং তার অগ্রগতিও সহজে চোখে পড়ে। | রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া খালি চোখে সহজে চিহ্নিত করা যায় না এবং তার অগ্রগতি বোঝাও সহজ নয়। |
Comments
Post a Comment