রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল—
(a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস
(b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস
(c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস
(d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস
উত্তর: D
প্রশ্ন:২
ক্রীতদাসদের হাতেপায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হত তাদের—
(a) পালানাে আটকাতে
(b) বেশি সময় কাজ করাতে
(c) বিদ্রোহ দমন করতে
(d) মারামারি বন্ধ করতে
উত্তর: A
প্রশ্ন:৩
একটি উল্লেখযােগ্য ক্রীতদাস বিদ্রোহ ছিল—
(a) ১৩৫-১৩২ খ্রিস্টপূর্বাব্দের ক্রীতদাস বিদ্রোহ
(b) ১৩৫-১৩২ খ্রিস্টাব্দের ক্রীতদাস বিদ্রোহ
(c) ২৪০-২৪৫ খ্রিস্টাব্দের ক্রীতদাস বিদ্রোহ
(d) ৩৩৩-৩৩২ খ্রিস্টাব্দের ক্রীতদাস বিদ্রোহ
উত্তর: A
প্রশ্ন:৪
Manumissio বলতে রােমান ভাষায় বােঝায়—
(a) ভূস্বামী মুক্তি
(b) দাসত্ব মুক্তি
(c) পাপ মুক্তি
(d) সামন্ত মুক্তি
উত্তর: B
প্রশ্ন:৫
পৃথিবীতে সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল—
(a) এথেন্সে
(b) স্পার্টায়
(c) ডেলােসে
(d) কিওসে
উত্তর: D
প্রশ্ন:৬
ক্রীতদাসদের চাবুকের আঘাত বা উত্তপ্ত লােহার ছ্যাঁকা ভােগ করতে হত কোন্ অপরাধে ?
(a) কাজ না করার
(b) পালানাের চেষ্টার
(c) প্রভুকে অমান্য করার
(d) বিদ্রোহ করার
উত্তর: B
প্রশ্ন:৭
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডেলোস সুপরিচিত ছিল, কারণ এটি ছিল একটি—
(a) বড়াে ক্রীতদাস বাজার
(b) সমুদ্র বন্দর
(c) সেনা ব্যারাক
(d) বিখ্যাত ব্যাবসাকেন্দ্র
উত্তর: A
প্রশ্ন:৮
খ্রিস্টপূর্ব প্রথম শতকে রােমান সম্রাট ছিলেন—
(a) রােমুলাস
(b) কেল্ট
(c) আলেকজান্ডার
(d) রিমাস
উত্তর: A
প্রশ্ন:৯
রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হত ?
(a) ভার্নি
(b) গ্ল্যাডিয়েটর
(c) প্যাট্রিসিয়ান
(d) ম্যানুমিসিও
উত্তর: D
প্রশ্ন:১০
ক্রীতদাসদের মুক্তির অন্যতম উপায় ছিল—
(a) প্রভুর জন্য পশুশিকার করে দেওয়া
(b) প্রভুকে হত্যা করে পালিয়ে যাওয়া
(c) গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে জয়লাভ করা
(d) প্রভুর সন্তান লালনপালন করা
উত্তর: C
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ২[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৪[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment