রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ?
(a) ১৬ টি
(b) ১৮ টি
(c) ২৫ টি
(d) ২৭ টি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
প্রাচীন ভারতে বিভিন্ন উপজাতিগােষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হয়ে সর্বপ্রথম—
(a) জনপদের প্রতিষ্ঠা হয়
(b) মহাজনপদের প্রতিষ্ঠা হয়
(c) পলিসের প্রতিষ্ঠা হয়
(d) সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
‘বৃজি’ ও ‘মল্ল’ মহাজনপদ দুটি ছিল—
(a) স্বৈরতান্ত্রিক
(b) রাজতান্ত্রিক
(c) প্রজাতান্ত্রিক
(d) অভিজাততান্ত্রিক
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে বলা হত—
(a) গ্রামণী
(b) গােষ্ঠীপতি
(c) গ্রামপতি
(d) রাজা
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
ভারতে ঋগ্বৈদিক যুগের আর্যরা ছিল—
(a) যাযাবর
(b) পশুশিকারি
(c) পশুচারণকারী
(d) অর্ধ যাযাবর
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
কোশল মহাজনপদটির রাজধানী ছিল—
(a) বারাণসী
(b) শ্রাবস্তী
(c) অস্মক
(d) বৃজি
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
বৈদিক যুগে ভারতে গড়ে-ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতিগােষ্ঠীর বসতিকে বলা হত—
(a) গ্রাম
(b) জনপদ
(c) শহর
(d) পলিস
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে ?
(a) ২০
(b) ২৫
(c) ৩০
(d) ৩৫
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
প্রাচীন ভারতের জনপদগুলি সম্পর্কে বলা যায় যে—
(a) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে জনপদগুলির উত্থান ঘটতে থাকে
(b) জনপদের ভিত্তি ছিল অনার্য সংস্কৃতি
(c) জনপদিন নামে জনপদের শাসক ছিলেন রাজার সমতুল
(d) প্রাচীন মহাকাব্যগুলিতে জনপদের কোনাে উল্লেখ পাওয়া যায় না
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল—
(a) বিশ বা জন
(b) মহাজনপদ
(c) পরিবার
(d) জনপদ
উত্তর: A
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৫[PREV]
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৭[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment