প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মধ্যবিত্তশ্রেণির উন্মেষ—
ঊনবিংশ শতকে ভারতের সমাজে মধ্যবিত্তশ্রেণির উন্মেষ ঘটে নিম্নলিখিত বিভিন্ন কারণে।
(১) ১৮৪৪ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকুরিতে ইংরেজি জানা বাধ্যতামূলক করেন। এরফলে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি হয় এবং একদল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির উদ্ভব হয়।
(২) ব্রিটিশ সরকার সস্তায় প্রশাসনিক কাজ চালানোর জন্য একদল কেরানি তৈরি করে। এরা মধ্যবিত্তশ্রেণির অন্তর্ভুক্ত হয়।
(৩) ইংরেজি শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় শহরে বসবাসের ফলে শহুরে মধ্যবিত্তশ্রেণির উদ্ভব হয়।
(৪) ইংরেজ আমলে ব্যাবসাবাণিজ্যের প্রসার সমাজে মধ্যবত্তিশ্রেণির উন্মেষে সহায়তা করে।
(৫) চিরস্থায়ী বন্দোবস্ত সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটায়। সূর্যাস্ত আইনকে ফাঁকি দেওয়ার জন্য জমিদারি ভেঙে পত্তনি, দরপত্তনি প্রভৃতি নতুন পদের সৃষ্টি হয়। এটিও গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণির উন্মেষের কারণ।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment