Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১২

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ইন্টারফারেন্স কী ? উত্তর:  সমসংস্থ ক্রোমােজোম জোড়ের কোনাে একস্থানে ক্রসিংওভার ঘটলে তা কাছকাছি জায়গায় অন্য ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে। প্রশ্ন:২ সেন্ট্রোমিয়ার ও ক্রোমােমিয়ারের পার্থক্য উল্লেখ করাে।  উত্তর:  সেন্ট্রোমিয়ার— (i) এটি ক্রোমােজোমের অংশ।  (ii) এটি ক্রোমােজোমের মুখ্য সংকোচন স্থানে অবস্থান করে।  (iii) এরা সাধারণত সংখ্যায় একটি হয়। কোনাে কোনাে ক্ষেত্রে দুটি বা তার বেশি হয়। ক্রোমােমিয়ার— (i) এটি ক্রোমােজোমস্থিত ক্রোমােনিমার অংশ।  (ii) এরা ক্রোমােনিমা তন্তুর দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে অবস্থান করে।  (iii) এটি সাধারণত সংখ্যায় অনেক হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১১

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিলার ও উরে পরীক্ষাগারে কীভাবে জৈব যৌগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন ? উত্তর:  মিলার ও উরে একটি আবদ্ধ পাত্রে মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেন 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন এবং তাপ প্রয়ােগ করে পাত্রের মধ্যে জলীয় বাষ্পের পরিচালনার ব্যবস্থা করান। এমন অবস্থায় পাত্রের মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে কয়েকদিন পরে তাঁরা দেখলেন যে কার্বন ব্যবহৃত হয়ে বেশ কতগুলি জৈব যৌগ সৃষ্টি হয়েছে। প্রশ্ন:২ মাইক্রোস্ফিয়ার মডেল কী ? উত্তর:  একটি অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রােটিনের গঠন বিশেষ। এটি অ্যামাইনাে অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপচিতিমূলক বিপাক দেখাতে পারত এবং অঙ্কুরােদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধিতে সক্ষম ছিল। S.W.Fox-এর মতে এটিই ছিল প্রথম কোশীয় জীব।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১০

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ‘একটি প্রচ্ছন্ন ফিনােটাইপ হেটেরােজাইগাস হতে পারে না’—উক্তিটির যথার্থতা প্রমাণ করাে। উত্তর:  একটি প্রচ্ছন্ন ফিনােটাইপ কখনােই হেটেরােজাইগাস হতে পারে না, কারণ তার মধ্যে কোনাে প্রকট জিন থাকে না এবং তার দুটি অ্যালিলই প্রচ্ছন্ন প্রকৃতির, যেমন—বিশুদ্ধ লম্বা (bb), বিশুদ্ধ বেঁটে (tt) ইত্যাদি। প্রশ্ন:২ থ্যালাসেমিয়া কী ? কী কারণে এই রােগ সৃষ্টি হয় ? উত্তর:  থ্যালাসেমিয়া একটি বংশগত রােগ  যা একটি প্রচ্ছন্ন অটোজোমীয় অ্যালিলের (d) উপস্থিতিতে ঘটে। স্বাভাবিক মানুষ বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত (DD) হলেও সংকর বৈশিষ্ট্য (Dd) মাইনর থ্যালাসেমিয়া এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (dd) মেজর থ্যালাসেমিয়া নামক মারাত্মক বংশগত রােগ সৃষ্টি হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৯

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ক্রো-ম্যাগনন মানুষ কাদের বলে ? উত্তর:  প্রায় 30,000 বছর আগে নিয়ানডারথাল মানুষের পরে, ক্রোম্যাগনন মানুষের আবির্ভাব ঘটেছিল। আধুনিক মানুষ ক্রোম্যাগনন মানুষেরই সমতুল্য। প্রশ্ন:২ সাবস্ট্যানটিভ ভেরিয়েশন কাকে বলে ? উত্তর:  গুণগত মানের ভিত্তিতে যে সকল চরিত্র বিচার্য হয় তাদের বলে সাবস্ট্যানটিভ চরিত্র। যখন এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তখন তাকে সাবস্ট্যানটিভ ভেরিয়েশন বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৮

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ অ্যালােপ্যাট্রিক প্রজাতি সৃষ্টি কাকে বলে ? উত্তর:  যখন একটি মিলনে সক্ষম পপুলেশন একাধিক গােষ্ঠীতে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভৌগােলিক অঞ্চলে আবদ্ধ হয় তখন আলাদা আলাদা প্রজাতির সৃষ্টির পথ তৈরি হয়। এইভাবে প্রজাতি সৃষ্টিকে অ্যালােপ্যাট্রিক প্রজাতি সৃষ্টি বলে। প্রশ্ন:২ সায়ানােজেন মতবাদ কাকে বলে ? উত্তর:  বিজ্ঞানী ফ্লুজারের ধারণা অনুসারে, পৃথিবী শীতল হওয়ার সময় কার্বন ও নাইট্রোজেন মিলে সায়ানােজেন নামে এক প্রকার প্রােটিন যৌগ গঠিত হয়েছিল, যার থেকে প্রােটোপ্লাজমের উদ্ভব হয়। এই মতবাদকে সায়ানােজেন মতবাদ বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৭

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ বিশুদ্ধ ও সংকর কাকে বলে ? উত্তর:  যে জীব কেবল নিজের মতাে অপত্য সৃষ্টি করে তাকে বিশুদ্ধ জীব এবং যে জীব অপত্য সৃষ্টিকালে একাধিক রকমের জীব উৎপাদন করতে পারে তাকে সংকর জীব বলে। যদি কোনাে জীব বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলিকে ঠিক ঠিক বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যগুলিকে খাঁটি বা বিশুদ্ধ (pure) বলা হয়; অপরপক্ষে, দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের পরনিষেক ঘটানাের ফলে উৎপন্ন উভয় বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে (যদিও কেবল প্রকট গুণটিই প্রকাশিত হয়) সংকর (hybrid) বলে। উদাহরণ– বিশুদ্ধ কালাে (BB), বিশুদ্ধ সাদা (bb), সংকর কালাে (Bb)।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৬

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিনি স্যাটেলাইট কী ? উত্তর:  বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মধ্যে DNA ফিঙ্গার প্রিন্টের মধ্যে পার্থক্য নির্ভর করে DNA-র মধ্যে বসে থাকা ছােটো ছােটো বেস সজ্জার পুনরাবৃত্তি। এদের মিনি স্যাটেলাইট বা মাইকো স্যাটেলাইট DNA বলে। প্রশ্ন:২ DNA-র কাজগুলি লেখাে। উত্তর:  (i) DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।  (ii) DNA প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোশের সমস্ত জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে।  (iii) প্রােটিন ও RNA সংশ্লেষ করা DNA-র গুরুত্বপূর্ণ কাজ।  (iv) DNA নিজ প্রতিলিপি গঠন করে অপত্য DNA সৃষ্টি করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৫

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ইনভারশন কী ? উত্তর:  কোনো ক্রোমােজোমের বাহক অংশ একই স্থানে 180° কোণে ঘুরে যখন বিপরীত সজ্জাক্রমে অবস্থান করে তখন তাকে ইনভারশন বলে। উদাহরণ—Drosophila মাছির ক্ষেত্রে CLB মিউটেশন যুক্ত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। প্রশ্ন:২ জেনেটিক ড্রিফট কী ? উত্তর:  একটি বৃহৎ পপুলেশন থেকে ব্যক্তি বিশেষের ছােটো একটি গ্রুপ যখন পৃথক হয় তখন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, একে জেনেটিক ড্রিফট বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৪

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ডিলিশন কাকে বলে ? উত্তর:  ক্রোমােজোম থেকে কোনাে অংশ ক্ষয় পেয়ে যখন ক্রোমােজোম আকারে ছােটো হয়ে যায়, ফলে একসঙ্গে একাধিক জিন লােপ পায় তাকে ডিলিশন বলে। প্রশ্ন:২ নন্-ডিসজাংশন কাকে বলে ? উত্তর:  যে পদ্ধতিতে মিয়ােসিস প্রক্রিয়ায় কোশ বিভাজিত হয়ে জননকোশ উৎপন্নকালে সমসংস্থ ক্লোমােজোমগুলি পৃথক না হয়ে একই গ্যামেটে প্রবেশ করে তাকে নন্-ডিসজাংশন বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৩

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের নাম লেখাে। উত্তর:  অ্যাডেনিনযুক্ত নিউক্লিওটাইড হল—অ্যাডেনাইলিক অ্যাসিড। অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড হল—অ্যাডিনােসিন। প্রশ্ন:২ r-RNA বলতে কী বােঝাে ? উত্তর:  যে বিশেষ RNA রাইবােজোমের প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম অঙ্গাণুটি গঠন করে তাকে রাইবােজোমাল RNA বা r-RNA বলে।