দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর:
স্যাডল পিক (৭৫০ মিটার)।
প্রশ্ন:২
ভারতের Rail Factory কোথায় অবস্থিত ?
উত্তর:
ব্যাঙ্গালোর।
প্রশ্ন:৩
ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় কত কিমি ?
উত্তর:
৭৫০০ কিমি।
প্রশ্ন:৪
দুটি ভূমি এলাকার মধ্যে সরু জল প্রণালীকে কি বলা হয় ?
উত্তর:
স্ট্রেইস।
প্রশ্ন:৫
প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী বর্তমানে কি পর্বত ?
উত্তর:
ক্ষয়জাত পর্বত।
প্রশ্ন:৬
নাকো হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর:
হিমাচল প্রদেশে।
প্রশ্ন:৭
ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি ?
উত্তর:
ম্যাকমোহন লাইন।
প্রশ্ন:৮
বায়ুমণ্ডল ঊর্ধ্বাকাশে কতদূর পর্যন্ত বিস্তৃত ?
উত্তর:
১০০০০ কিমি।
প্রশ্ন:৯
‘ইয়ার লুং হাং বো’ নদী ভারতে কি নামে পরিচিত ?
উত্তর:
বারাণসী।
প্রশ্ন:১০
লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উত্তর:
কাভারাত্তি।

Comments
Post a Comment