ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে ?
উত্তর: টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে।
প্রশ্ন:২
তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে ?
উত্তর: লর্ড হেস্টিংস এর আমলে।
প্রশ্ন:৩
পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে ?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন:৪
ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে ?
উত্তর: ১৭৭০ সালে।
প্রশ্ন:৫
ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে ?
উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
প্রশ্ন:৬
পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে ?
উত্তর: ইংরেজ ও মারাঠাদের মধ্যে।
প্রশ্ন:৭
ভার্সাই সন্ধি কত সালে হয় ?
উত্তর: ১৭৮৩ সালে।
প্রশ্ন:৮
পুরন্দরের চুক্তি হয় কত সালে ?
উত্তর: ১৭৭৬ সালে।
প্রশ্ন:৯
চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে ?
উত্তর: ১৭৯৩ সালে।
প্রশ্ন:১০
ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয় ?
উত্তর: ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

Comments
Post a Comment