ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: রিবেনট্রপ।
প্রশ্ন:২
কালো গান্ধি (Black Gandhi) কাকে বলে ?
উত্তর: নেলসন মেন্ডেলা।
প্রশ্ন:৩
কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো।
উত্তর: মাৎসিনি ও গ্যারিবল্ডি।
প্রশ্ন:৪
কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন ?
উত্তর: ১৯১৫ খ্রিস্টাব্দে মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্ৰপ্ৰতাপ কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন।
প্রশ্ন:৫
কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয় ?
উত্তর: সুখময় সেনগুপ্ত।
প্রশ্ন:৬
কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে গণেশ সাভারকর ও দামোদর সাভারকর মিত্রমেলার প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৭
কার্লাইল সার্কুলার কে জারী করেন ?
উত্তর: সি.ডব্লু.কার্লাইল।
প্রশ্ন:৮
কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয় ?
উত্তর: হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন:৯
কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: লেনিন।
প্রশ্ন:১০
কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয় ?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।

Comments
Post a Comment