পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: বাবর।
প্রশ্ন:২
কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে ?
উত্তর: বিল্বগ্রামের যুদ্ধ।
প্রশ্ন:৩
গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন ?
উত্তর: গুরু অর্জুন।
প্রশ্ন:৪
বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন ?
উত্তর: তুর্কি।
প্রশ্ন:৫
কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয় ?
উত্তর: ইলতুৎমিস।
প্রশ্ন:৬
‘তুজক–ই–বাবর–ই’ আত্মজীবনী টি কে লেখেন ?
উত্তর: বাবর।
প্রশ্ন:৭
অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন ?
উত্তর: গুরু রামদাস।
প্রশ্ন:৮
খানুয়ার যুদ্ধ হয় কত সালে ?
উত্তর: ১৫২৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৯
মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন ?
উত্তর: বাবর।
প্রশ্ন:১০
মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: বিজ্ঞানেশ্বর।

Comments
Post a Comment