দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
স্টিফেন হকিংয়ের উপর তৈরি বায়োপিক কি ?
উত্তর: দ্য থিয়োরি অফ এভরিথিং (The Theory of Everything)।
প্রশ্ন:২
কোন জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত ?
উত্তর: হাওড়া জেলা।
প্রশ্ন:৩
মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে ?
উত্তর: কেরালা।
প্রশ্ন:৪
শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: বাঁকুড়া জেলায়।
প্রশ্ন:৫
সূর্যের শক্তির উৎস কি ?
উত্তর: নিউক্লিয়ার ফিউশন।
প্রশ্ন:৬
নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কী ?
উত্তর: জ্বলন্ত বাষ্পপিণ্ড।
প্রশ্ন:৭
ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৮
আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
উত্তর: মালদহ।
প্রশ্ন:৯
ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন:১০
‘আন্তর্জাতিক পর্যটন দিবস’ কবে পালিত হয় ?
উত্তর: ১৭ ই সেপ্টেম্বর।

Comments
Post a Comment