দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ–ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর:
TISCO জামসেদপুর।
প্রশ্ন:২
জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?
উত্তর:
১৯৭৫ সালে।
প্রশ্ন:৩
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
উত্তর:
উত্তরপ্রদেশের বারাণসী।
প্রশ্ন:৪
ভিলাই লৌহ–ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তর:
পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।
প্রশ্ন:৫
বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় গড়ে তোলা হয়েছে ?
উত্তর:
পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।
প্রশ্ন:৬
ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?
উত্তর:
তাপ বিদ্যুৎ কল।
প্রশ্ন:৭
রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তর:
পশ্চিম জর্মানী।
প্রশ্ন:৮
ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
প্রশ্ন:৯
ভারতে রেল ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
উত্তর:
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্স।
প্রশ্ন:১০
ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তর:
১৮৩০, তামিলনাড়ুর পোর্টোনোভা।

Comments
Post a Comment