ভারতবর্ষের নামকরণ-সংক্রান্ত বিতর্ক আমাদের দেশ 'ভারতবর্ষ' নামে পরিচিত হলেও এই নামকরণের উৎস নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য বা বিতর্ক রয়েছে। প্রধানত পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে একাধিক মত প্রচলিত আছে।
ভারতবর্ষের নামকরণ-সংক্রান্ত বিতর্ক
আমাদের দেশ 'ভারতবর্ষ' নামে পরিচিত হলেও এই নামকরণের উৎস নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য বা বিতর্ক রয়েছে। প্রধানত পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে একাধিক মত প্রচলিত আছে।
১. পৌরাণিক উৎস (রাজা ভরতের প্রসঙ্গ)
'ভারতবর্ষ' নামটির সঙ্গে 'ভরত' নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে পুরাণে একাধিক 'ভরত'-এর উল্লেখ থাকায় এ নিয়ে দ্বিমত রয়েছে:
দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র:
মহাভারত ও অভিজ্ঞানশকুন্তলম অনুযায়ী, কুরুবংশীয় রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরত ছিলেন একজন প্রবল পরাক্রমশালী সম্রাট। তাঁর নামানুসারেই এই দেশের নাম হয় 'ভারতবর্ষ'।
ঋষভনাথের পুত্র:
বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণ অনুসারে, সায়ম্ভুব মনুর বংশধর তথা প্রথম জৈন তীর্থংকর ঋষভনাথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত। তিনি রাজ্যলিপ্সা ত্যাগ করে তপস্যায় মগ্ন হন। অনেকে মনে করেন, এই ভরতের নামানুসারেই দেশটির নামকরণ হয়েছে।
২. ঐতিহাসিক ও ঋগ্বৈদিক উৎস
আধুনিক ঐতিহাসিকরা, যেমন—ড. রোমিলা থাপার ও ড. রামশরণ শর্মা, পৌরাণিক কাহিনির চেয়ে ঋগ্বৈদিক তথ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন।
ঋগ্বেদে 'ভরত' (Bharata) নামে এক শক্তিশালী আর্য গোষ্ঠীর উল্লেখ আছে। 'দশরাজার যুদ্ধে' (Battle of Ten Kings) এই গোষ্ঠী জয়লাভ করে এবং আর্যাবর্তে নিজেদের প্রাধান্য বিস্তার করে। ঐতিহাসিকদের মতে, এই শক্তিশালী জনজাতীয় গোষ্ঠীর নাম থেকেই দেশটির নাম কালক্রমে 'ভারত' বা 'ভারতবর্ষ' হয়েছে।
৩. ভৌগোলিক সংজ্ঞা (বিষ্ণু পুরাণ)
বিষ্ণু পুরাণে ভারতবর্ষের একটি সুস্পষ্ট ভৌগোলিক সংজ্ঞা দেওয়া হয়েছে, যা নামকরণের সপক্ষে যুক্তি দেয়:
"উত্তরম্ যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম্। বর্ষম্ তদ্ ভারতম্ নাম ভারতী যত্র সন্ততিঃ।।"
অর্থাৎ, সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে ভূখণ্ড অবস্থিত, তার নাম 'ভারত' এবং সেখানকার অধিবাসীরা হলো 'ভারতী' বা ভরতের বংশধর।
৪. বিদেশিদের দেওয়া নাম (ইন্ডিয়া ও হিন্দুস্তান)
ভারতবর্ষ নামটি অভ্যন্তরীণ হলেও, বিদেশিরা ভৌগোলিক কারণে এই দেশকে ভিন্ন নামে ডেকেছে:
হিন্দুস্তান:
প্রাচীন পারসিকরা সিন্ধু নদের 'স' উচ্চারণ করতে না পেরে 'হ' উচ্চারণ করত। ফলে 'সিন্ধু' থেকে 'হিন্দু' এবং কালক্রমে তা 'হিন্দুস্তান' (হিন্দুর বাসভূমি) নাম ধারণ করে।
ইন্ডিয়া:
গ্রিকরা সিন্ধু নদকে বলত 'ইন্দোস' (Indos)। রোমান ও পরবর্তীকালে ইংরেজরা এর অনুকরণে দেশটির নাম দেয় 'ইন্ডিয়া' (India)।
পরিশেষে বলা যায়, ভারতবর্ষের নামকরণ কোনো একটি নির্দিষ্ট কারণে হয়নি; বরং পৌরাণিক ঐতিহ্য, আর্য জাতির বিস্তার এবং ভৌগোলিক পরিচিতি—সব মিলিয়েই এই মহান দেশটির নাম হয়েছে 'ভারতবর্ষ'। সংবিধানের ১ নং অনুচ্ছেদেও এই ঐতিহাসিক বিতর্ক এড়াতে বলা হয়েছে— "India, that is Bharat..."

Comments
Post a Comment