ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
‘কোটা’ কি ?
উত্তর:
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ‘কোটা’ সংখ্যক ভােট পেয়ে নির্বাচিত হন। এই কোটা নির্ধারিত হয় নির্বাচনে প্রদত্ত মােট বৈধ ভােটের সংখ্যাকে ২ দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে ১ যােগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ‘কোটা’ বলে।
প্রশ্ন:২
ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কি ?
উত্তর:
ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভিটো ক্ষমতা বলে। ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের ভিটো প্রয়ােগের ক্ষমতা আছে। সেগুলি হল—
(i) চরম ভিটো
(ii) স্থগিত ভিটো এবং
(iii) পকেট ভিটো।
প্রশ্ন:৩
কিচেন ক্যাবিনেট বলতে কি বােঝ ?
উত্তর:
দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু-তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তােলেন একে ‘কিচেন ক্যাবিনেট’ বলে।
প্রশ্ন:৪
রাষ্ট্রকৃত্যক কত প্রকারের হয় ?
উত্তর:
রাষ্ট্রকৃত্যক তিন প্রকারের হয়—
(i) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক
(ii) রাজ্য রাষ্ট্রকৃত্যক এবং
(iii) সর্বভারতীয় কৃত্যক।
প্রশ্ন:৫
ভারতের রাষ্ট্রপতির ‘শাসনতান্ত্রিক অচলাবস্থা’ সংক্রান্ত জরুরী ক্ষমতা কী ?
উত্তর:
সংবিধানের ৩৫৬ নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি যদি কোন রাজ্যের রাজ্যপাল বা অন্য কোন সূত্রে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে যদি এই মর্মে সন্তুষ্ট না হন যে সেই রাজ্যের শাসন ব্যবস্থা শাসনতন্ত্র অনুসারে পরিচালিত হচ্ছে না তাহলে তিনি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘােষণা করতে পারেন।
প্রশ্ন:৬
কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের দুটি কাজ লেখ।
উত্তর:
(i) সর্বভারতীয় স্তরে কর্মচারী নিয়ােগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা।
(ii) কমিশনের কার্যকলাপ সম্পর্কে রাষ্ট্রপতির কাছে বাৎসরিক প্রতিবেদন পেশ করা।
প্রশ্ন:৭
রাষ্ট্রপতির ‘পকেট ভিটো’ ক্ষমতা কি ?
উত্তর:
পার্লামেন্টে পাস হওয়ার পরে কোন বিল রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে পারেন আবার নাও দিতে পারেন বা কোন কিছু না করে অনির্দিষ্ট কালের জন্য বিলটিকে আটকে রাখতে পারেন। অনির্দিষ্ট সময়ের জন্য বিল আটকে রাখালেই পকেট ভিটো বলে।
প্রশ্ন:৮
পার্লামেন্টের দুটি অর্থবিষয়ক কমিটির নাম লেখ।
উত্তর:
পার্লামেন্টের দুটি অর্থ বিষয়ক কমিটি হল—
(i) সরকারি গাণিতিক কমিটি
(ii) আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি।
প্রশ্ন:৯
‘কোরাম’ কাকে বলে ?
উত্তর:
লােকসভা ও রাজ্যসভার কাজ চালানাের জন্য এক-দশমাংশ সদস্যের উপস্থিতি প্রয়ােজন সদস্যের উপস্থিতির এই সংখ্যাকে কোরাম বলে।
প্রশ্ন:১০
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় কয় ধরনের মন্ত্রী থাকেন ?
উত্তর:
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় তিন ধরনের মন্ত্রী থাকেন। সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রীদের ক্যাবিনেট মন্ত্রী, দ্বিতীয় পর্যায়ের মন্ত্রীদের রাষ্ট্রমন্ত্রী এবং তৃতীয় পর্যায়ের মন্ত্রীদের উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বলা হয়।
★★★
★★★

Comments
Post a Comment