ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী ?
উত্তর:
সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত।
প্রশ্ন:২
জম্মু কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর:
তাওয়াই।
প্রশ্ন:৩
পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:
কলসুবাই (১৬৪৬ মিটার)।
প্রশ্ন:৪
অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
কেরালার কোলাম জেলাতে।
প্রশ্ন:৫
অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
পুরুলিয়া।
প্রশ্ন:৬
ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত ‘মশানজোড়’ বাঁধ কে ‘কানাডা বাঁধ’ বলা হয় কেন ?
উত্তর:
১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ।
প্রশ্ন:৭
‘Sky River’ নামে কোন নদী পরিচিত ?
উত্তর:
ব্রহ্মপুত্র।
প্রশ্ন:৮
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:
অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোল্ডা (১৬৮০ মিটার)।
প্রশ্ন:৯
‘কচ্ছ’ শব্দের অর্থ কী ?
উত্তর:
জলাময় দেশ।
প্রশ্ন:১০
খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
মেঘালয়।
Comments
Post a Comment