পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রেগুর বলা হয় কোন্ মৃত্তিকাকে ?
উত্তর:
কৃষ্ণ মৃত্তিকাকে।
প্রশ্ন:২
পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তর:
দাফাবুম।
প্রশ্ন:৩
হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
উত্তর:
রাচিতে।
প্রশ্ন:৪
তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
উত্তর:
তৃতীয়।
প্রশ্ন:৫
কোন রাজ্যেী বছরে দুবার বৃষ্টি হয় ?
উত্তর:
তামিলনাড়ু।
প্রশ্ন:৬
চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
উত্তর:
তৃতীয়।
প্রশ্ন:৭
দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর:
গোদাবরী।
প্রশ্ন:৮
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর:
কটক।
প্রশ্ন:৯
ভারতের দীর্ঘতম বাঁধ ?
উত্তর:
হিরাকুদ।
প্রশ্ন:১০
কীসের সাহায্যে ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় ?
উত্তর:
খালের সাহায্যে।

Comments
Post a Comment