দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
‘রামসার’ চুক্তি কত সালে কার্যকর হয় ?
উত্তর:
১৯৭৫ সালে।
প্রশ্ন:২
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায় ?
উত্তর:
১৮ জুলাই ২০১৬।
প্রশ্ন:৩
ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী ?
উত্তর:
কর্নাটকের উদুপী–শিমোগা জেলাদ্বয়ের সীমান্তে অবস্থিত কুঞ্চিকল (Kunchikal Abbe বা Kunchikal Falls) জলপ্রপাত হল ভারতের ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এই জলপ্রপাতের উচ্চতা ৪৫৫ মিটার।
প্রশ্ন:৪
ভারতের সর্বাধিক সেচসেবিত রাজ্য কোনটি ?
উত্তর:
পাঞ্জাব।
প্রশ্ন:৫
প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
হনুলুলুতে।
প্রশ্ন:৬
ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?
উত্তর:
৩৫ টি।
প্রশ্ন:৭
ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
এটি ২০০৭ সালের ১৫ অক্টোবর, অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়।
প্রশ্ন:৮
সুন্দরবন UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায় ?
উত্তর:
১৯৮৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৯
কার্বন মুক্ত দেশ কোনটি ?
উত্তর:
ভুটান।
প্রশ্ন:১০
আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২ রা ফেব্রুয়ারি।

Comments
Post a Comment