দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে ?
উত্তর:
সরোজিনী নাইডু।
প্রশ্ন:২
‘রাখীবন্ধন’ উৎসবের উদ্যোক্তা হলেন ?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৩
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে ?
উত্তর:
প্রফুল্লচন্দ্র ঘোষ।
প্রশ্ন:৪
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী ?
উত্তর:
যকৃত।
প্রশ্ন:৫
মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কী ?
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৬
জাপানের প্রচলিত কুস্তির নাম কী ?
উত্তর:
সুমো।
প্রশ্ন:৭
গঙ্গা নদী পতিত হয়েছে কোথায় ?
উত্তর:
বঙ্গোপসাগরে।
প্রশ্ন:৮
স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত কোথায় ?
উত্তর:
নিউইয়র্কে।
প্রশ্ন:৯
‘গদর পার্টি’ প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
লালা হরদয়াল।
প্রশ্ন:১০
বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (গালফ হিসেবে) হল—
উত্তর:
মেক্সিকো উপসাগর।
Comments
Post a Comment