দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
প্রােটিন সংশ্লেষের কার্যকরী একককে বলে—
(a) ডিক্টিওজোম
(b) পারক্সিজোম
(c) পলিজোম
(d) লাইসোজোম
উত্তর: C
প্রশ্ন:২
সেন্ট্রাল ডগমা (Central Dogma) কোন্ সংশ্লেষ কাজের জন্য যুক্ত হয় ?
(a) অ্যামাইনাে অ্যাসিড
(b) পলিপেপটাইড সংশ্লেষ
(c) DNA সংশ্লেষ
(d) m-RNA সংশ্লেষ
উত্তর: A
প্রশ্ন:৩
‘NODOC’ সাইট কোথায় পাওয়া যায় ?
(a) m-RNA
(b) r-RNA
(c) রাইবােজোম
(d) t-RNA
উত্তর: D
প্রশ্ন:৪
সর্বমােট চারটি বেসের মধ্যে তিনটিকে নিয়ে একটি কোডন গঠিত হলে মােট কতগুলি কোডন গঠিত হয় ?
(a) 60
(b) 22
(c) 86
(d) 64
উত্তর: D
প্রশ্ন:৫
অ্যামাইনাে অ্যাসিড সংশ্লেষের জন্য কার্যকরী কয়টি কোডন আছে ?
(a) 61
(b) 32
(c) 60
(d) 64
উত্তর: A
প্রশ্ন:৬
মানুষের এক সেট জিনের পর্যায়ক্রমিক বহিঃপ্রকাশ ঘটে,যখন একটি স্টেরয়েড অণু আবদ্ধ হয়—
(a) ট্রান্সফার RNA-র সঙ্গে
(b) রাইবােজোমের সঙ্গে
(c) DNA সজ্জার সঙ্গে
(d) মেসেঞ্জার RNA-র সঙ্গে
উত্তর: C
প্রশ্ন:৭
প্রথম t-RNA টি রাইবােজোমের কোন্ সাইটে আবদ্ধ হয় ?
(a) E সাইট
(b) P সাইট
(c) A সাইট
(d) A বা P সাইট
উত্তর: B
প্রশ্ন:৮
t-RNA-র তিনটি বিজোড় বেস গঠন করে—
(a) গ্রাহক লুপ
(b) অ্যান্টিকোডন
(c) ক্লোভারপাতা মডেল
(d) কোডন
উত্তর: B
প্রশ্ন:৯
একটি ক্লোভার পাতার মতাে গঠনযুক্ত অণুটি হল—
(a) Z DNA
(b) r-RNA
(c) t-RNA
(d) m-RNA
উত্তর: C
প্রশ্ন:১০
‘হেয়ার পিন লুপ’ কখন গঠিত হয় ?
(a) DNA সংশ্লেষের শেষে
(b) প্রােটিন সংশ্লেষের শেষে
(c) RNA সংশ্লেষের শেষে
(d) RNA সংশ্লেষের প্রারম্ভে
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment