দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল—
উত্তর:
নক্রেক।
প্রশ্ন:২
অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কবে ?
উত্তর:
১১ ই ফেব্রুয়ারী ১৯২২ খ্রি.।
প্রশ্ন:৩
সুলতানি যুগের প্রথম “প্রকৃত রাজা” কে ছিলেন ?
উত্তর:
ইলতুৎমিস।
প্রশ্ন:৪
দাক্ষিণাত্যের সবচেয়ে বড়ো নদীর নাম কী ?
উত্তর:
গোদাবরী।
প্রশ্ন:৫
ঘানা পাখিরালয় অবস্থিত কোথায় ?
উত্তর:
রাজস্থানে।
প্রশ্ন:৬
‘ইন দি লাইন অফ ফায়ার’ বইটি কে লিখেছেন ?
উত্তর:
পারভেজ মুশারফ।
প্রশ্ন:৭
ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী ?
উত্তর:
আরাবল্লী।
প্রশ্ন:৮
ভারতের বৃহত্তম লৌহ–ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
ভিলাইতে।
প্রশ্ন:৯
ভেম্বনাদ কয়াল কোথায় অবস্থিত ?
উত্তর:
কেরালায়।
প্রশ্ন:১০
আলেকজান্ডার ভারতে ছিলেন কতদিন ?
উত্তর:
১৯ মাস।
Comments
Post a Comment