দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
তেমুজিন কার প্রকৃত নাম ?
উত্তর:
চেঙ্গিজ খান।
প্রশ্ন:২
আইহোল প্রশস্তি রচনা করেন কে ?
উত্তর:
রবিকীর্তি।
প্রশ্ন:৩
RED CROSS এর প্রতিষ্ঠাতা—
উত্তর:
হেনরি ডুনান্ট।
প্রশ্ন:৪
ভারতে নৌবিদ্রোহ হয় কবে ?
উত্তর:
১৯৪৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
ড. আব্দুল কালাম জন্মগ্রহণ করেন কোথায় ?
উত্তর:
তামিলনাড়ুতে।
প্রশ্ন:৬
কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর:
১৯১৯ সালে।
প্রশ্ন:৭
ড. আব্দুল কালাম কবে মারা যান ?
উত্তর:
২৭ শে জুলাই ২০১৫ সালে।
প্রশ্ন:৮
যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়, সেটি হল—
উত্তর:
ভিটামিন সি।
প্রশ্ন:৯
গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে ?
উত্তর:
মালাধর বসু।
প্রশ্ন:১০
ভারতের ধান গবেষণাগার অবস্থিত কোথায় ?
উত্তর:
ওড়িশার কটকে।
Comments
Post a Comment