দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘বাংলার বাঘ’ বলা হয় কাকে ?
উত্তর:
আশুতোষ মুখার্জীকে।
প্রশ্ন:২
‘গঙ্গাস্তোত্রম’ এর রচয়িতা হলেন ?
উত্তর:
শ্রীশঙ্করাচার্য।
প্রশ্ন:৩
ইংল্যান্ডের কোন্ রাজা সর্বপ্রথম ভারতে আসেন ?
উত্তর:
পঞ্চম জর্জ।
প্রশ্ন:৪
ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিল কে ?
উত্তর:
দৌলত খাঁ লোদী।
প্রশ্ন:৫
হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে ?
উত্তর:
রাষ্ট্রপতি।
প্রশ্ন:৬
বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
দিল্লীতে।
প্রশ্ন:৭
মাওরি কোন্ দেশের উপজাতি ?
উত্তর:
নিউজিল্যান্ড।
প্রশ্ন:৮
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
প্রশ্ন:৯
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে ?
উত্তর:
১৭৮৯ সালে।
প্রশ্ন:১০
পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর:
নীলনদ।
Comments
Post a Comment