দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ?
উত্তর: ব্যাঙ্গালোরে।
প্রশ্ন:২
হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
উত্তর: সেকেন্দ্রাবাদ।
প্রশ্ন:৩
সমুদ্র এশিয়ার কয়দিক ঘিরে অবস্থান করেছে ?
উত্তর: তিনদিক।
প্রশ্ন:৪
কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?
উত্তর: ব্যাঙ্গালোকে।
প্রশ্ন:৫
ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ?
উত্তর: মুম্বাইয়ে।
প্রশ্ন:৬
কোন নদীকে ‘পীত নদী’ বলা হয় ?
উত্তর: হোয়াংহো।
প্রশ্ন:৭
ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
উত্তর: মুম্বাইকে।
প্রশ্ন:৮
এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোন দেশে অবস্থিত ?
উত্তর: নেপাল।
প্রশ্ন:৯
সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: হায়দ্রাবাদে।
প্রশ্ন:১০
ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ?
উত্তর: ব্যাঙ্গালোর।

Comments
Post a Comment