দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কী ?
উত্তর: হিমালয়।
প্রশ্ন:২
ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর: ব্যবচ্ছিন্ন মালভূমি।
প্রশ্ন:৩
ভাষার ভিত্তিতে রাজ্যশ পুনর্গঠন কোন বছর হয়েছিল ?
উত্তর: 1956 সালে।
প্রশ্ন:৪
আয়তনে ক্ষুদ্রতম রাজ্যা কোনটি ?
উত্তর: গোয়া।
প্রশ্ন:৫
সিকিম কোন বছর ভারতের অঙ্গ রাজ্যে পরিনত হয় ?
উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন:৬
ভারতের বৃহত্তম রাজ্যস কোনটি ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৭
কর্ণাটকের পূর্ব নাম কি ছিল ?
উত্তর: মহীশূর।
প্রশ্ন:৮
কোন মেঘে বৃষ্টি হয় ?
উত্তর: নিম্বাস।
প্রশ্ন:৯
‘NEFA’ কোন রাজ্যের পুরানো নাম ?
উত্তর: অরুনাচল প্রদেশ।
প্রশ্ন:১০
ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর: উত্তর প্রদেশ।

Comments
Post a Comment