দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
হিউয়েন সাঙ ভারতে আসেন—
উত্তর:
হর্ষবর্ধনের শাসনকালে।
প্রশ্ন:২
সাদা শহর বলা হয় ?
উত্তর:
বেলগ্রেডকে।
প্রশ্ন:৩
পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৫৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৪
কবে এককের SI পদ্ধতি চালু হয় ?
উত্তর:
১৯৬০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
টেলিফোন আবিষ্কার কে করেন ?
উত্তর:
গ্রাহাম বেল।
প্রশ্ন:৬
পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম কী ?
উত্তর:
বোরন।
প্রশ্ন:৭
লৌহমানব নামে পরিচিত কে ?
উত্তর:
সর্দার বল্লভ ভাই প্যাটেল।
প্রশ্ন:৮
পায়রার মূত্রে বেশি পরিমাণে কী থাকে ?
উত্তর:
ইউরিক অ্যাসিড।
প্রশ্ন:৯
ড. আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম কী ?
উত্তর:
Wings of Fire।
প্রশ্ন:১০
নীলদর্পণ নাটকের রচয়িতা কে ?
উত্তর:
দীনবন্ধু মিত্র।
Comments
Post a Comment