দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উত্তর:
লর্ড উইলিয়াম বেন্টিংক।
প্রশ্ন:২
ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ?
উত্তর:
রিতা ফারিয়া।
প্রশ্ন:৩
‘সব লাল হো জায়েগা’ উক্তিটি কার ?
উত্তর:
রঞ্জিত সিং–এর।
প্রশ্ন:৪
আদিনা মসজিদ অবস্থিত কোথায় ?
উত্তর:
পান্ডুয়া।
প্রশ্ন:৫
রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে ?
উত্তর:
মহাত্মা গান্ধী।
প্রশ্ন:৬
হাওয়া মহল তৈরী করেছিলেন কে ?
উত্তর:
মহারাজা প্রতাপ সিং।
প্রশ্ন:৭
আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর:
রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৮
ধনেখালি বিখ্যাত—
উত্তর:
তাঁত শিল্পের জন্য।
প্রশ্ন:৯
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:
জাকির হোসেন।
প্রশ্ন:১০
উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে ?
উত্তর:
জাপানকে।
Comments
Post a Comment