দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ ?
উত্তর:
মাউন্ট এভারেস্ট।
প্রশ্ন:২
সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে ?
উত্তর:
জাপানকে।
প্রশ্ন:৩
ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা—
উত্তর:
অ্যাটর্নি জেনারেল।
প্রশ্ন:৪
বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
উত্তর:
এস এস হুইলার।
প্রশ্ন:৫
রিকেট রোগ হয়—
উত্তর:
ভিটামিন ডি এর অভাবে।
প্রশ্ন:৬
জিকা ভাইরাস ছড়ায়—
উত্তর:
মশার মাধ্যমে।
প্রশ্ন:৭
পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী ?
উত্তর:
কাস্পিয়ান।
প্রশ্ন:৮
পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হল ?
উত্তর:
আঙ্করভাট মন্দির।
প্রশ্ন:৯
পৃথিবীর বৃহত্তম মহাদেশ ?
উত্তর:
এশিয়া।
প্রশ্ন:১০
বৃষ্টির জলে কোন্ ভিটামিন থাকে ?
উত্তর:
ভিটামিন বি।
Comments
Post a Comment