দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উত্তর:
হরিষেণ।
প্রশ্ন:২
অবাক জলপান নাটকটি কে লিখেছেন ?
উত্তর:
সুকুমার রায়।
প্রশ্ন:৩
লাখ বক্স নামে পরিচিত ছিলেন কে ?
উত্তর:
কুতুবউদ্দিন আইবক।
প্রশ্ন:৪
ইস্ট্রোজেন নামক হরমোনটি নিঃসৃত হয় কোথা থেকে ?
উত্তর:
ডিম্বাশয় থেকে।
প্রশ্ন:৫
কবে পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৯৫৪ সালে।
প্রশ্ন:৬
হায়দ্রাবাদ অবস্থিত—
উত্তর:
মুসী নদীর তীরে।
প্রশ্ন:৭
২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কে ?
উত্তর:
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
প্রশ্ন:৮
চীনের বৃহত্তম বন্দরের নাম কী ?
উত্তর:
সাংহাই।
প্রশ্ন:৯
রক্তকবরী নাটকটি লিখেছেন কে ?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:১০
কে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
সুভাষচন্দ্র বসু।
Comments
Post a Comment