দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মধ্যপ্রদেশের রাজধানীর নাম কী ?
উত্তর:
ভোপাল।
প্রশ্ন:২
বৈশাখী উৎসব পালিত হয় কোথায় ?
উত্তর:
পাঞ্জাবে।
প্রশ্ন:৩
কে নৌকাডুবি পুস্তকটি রচনা করেন ?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৪
বিবি কা মকবারা অবস্থিত কোথায় ?
উত্তর:
ঔরঙ্গাবাদে।
প্রশ্ন:৫
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:
জর্জ ওয়াশিংটন।
প্রশ্ন:৬
ভারতীয় সংবিধান প্রদান করে—
উত্তর:
এক নাগরিকত্ব।
প্রশ্ন:৭
বাংলা গদ্যের জনক কে ছিলেন ?
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন:৮
পুরাণের সংখ্যা কয়টি ?
উত্তর:
আঠারোটি।
প্রশ্ন:৯
পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কবে ?
উত্তর:
১৫২৬ সালে।
প্রশ্ন:১০
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন কাকে ?
উত্তর:
ভিক্টোরিয়া ওকাম্পোকে।
Comments
Post a Comment