দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
বৃত্তকলা মডেলের কেন্দ্রক অঞ্চলের নাম কী ?
উত্তর: কেন্দ্রীয় বানিজ্যিক এলাকা (CBD)।
প্রশ্ন:২
ভারতের একটি বন্দর নগরের উদাহরণ দাও ?
উত্তর: মুম্বই/কলকাতা/হলদিয়া।
প্রশ্ন:৩
ভারতের একটি মাতৃতান্ত্রিক উপজাতির নাম বলো ?
উত্তর: গারো।
প্রশ্ন:৪
পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কোন উপজাতির রয়েছে ?
উত্তর: সাঁওতাল।
প্রশ্ন:৫
টোডা উপজাতির প্রধান জীবিকা কী ?
উত্তর: পশুপালন ও দুগ্ধজাত খাদ্য প্রস্তুত।
প্রশ্ন:৬
বৃত্তকলা মতবাদ (Sector Theory)–এর প্রবক্তা কে ?
উত্তর: Homer Hoyt।
প্রশ্ন:৭
খাসি উপজাতির বাসস্থান কোথায় ?
উত্তর: পূর্ব ভারতের খাসিয়া জয়ন্তী পাহাড়ে।
প্রশ্ন:৮
পৌরপুঞ্জ (Connurbation) কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: প্যাট্রিক গেডেস (১৯১৫)।
প্রশ্ন:৯
বহুকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: দুই মার্কিন ভূগোলবিদ হ্যারিস ও উলম্যান।
প্রশ্ন:১০
জারোয়া কারা ?
উত্তর: ভারতের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জের দেশজ আদিবাসী সম্প্রদায় হল জারোয়া।

Comments
Post a Comment