দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
শৈবাল সাগর কি ?
উত্তর: উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে শৈবাল সাগর বলে।
প্রশ্ন:২
বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
প্রশ্ন:৩
এশিয়ার দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি ?
উত্তর: আমুদরিয়া নদী।
প্রশ্ন:৪
ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় ক-বার জোয়ার ও ক-বার ভাটা হয় ?
উত্তর: দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয়।
প্রশ্ন:৫
কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ?
উত্তর: উষ্ণ কুরোশিয়ো।
প্রশ্ন:৬
চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?
উত্তর: ২৭১/২ দিন।
প্রশ্ন:৭
মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয় ?
উত্তর: শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে।
প্রশ্ন:৮
হিমপ্রাচীর কোথায় দেখা যায় ?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
প্রশ্ন:৯
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন:১০
গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ?
উত্তর: বাণিজ্যিক মৎস্য চাষের জন্য।

Comments
Post a Comment