দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী ?
উত্তর: সহ্যাদ্রি।
প্রশ্ন:২
প্রবর, মিকণা, পূর্ণা কোন নদীর উপনদী ?
উত্তর: গোদাবরী।
প্রশ্ন:৩
নল সরোবর কীসের অভয়ারণ্য ?
উত্তর: পক্ষী অভয়ারণ্য।
প্রশ্ন:৪
হিরাকুঁদ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন:৫
ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত ?
উত্তর: আনন্দ ও হিম্মত নগর।
প্রশ্ন:৬
ভারতের সর্বাধিক কম সেচসেবিত রাজ্য কোনটি ?
উত্তর: ত্রিপুরা।
প্রশ্ন:৭
ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্স কোথায় অবস্থিত ?
উত্তর: বরোদা।
প্রশ্ন:৮
ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
প্রশ্ন:৯
ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী ?
উত্তর: কৃষ্ণা।
প্রশ্ন:১০
‘অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর: পেট্রোকেমিক্যাল শিল্প।

Comments
Post a Comment