দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
আঙুরের রস থেকে মদ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ ?
উত্তর: ফ্রান্স।
প্রশ্ন:২
সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
উত্তর: ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
প্রশ্ন:৩
কোন শহরকে পৃথিবীর ‘রাসায়নিক রাজধানী’ বলা হয় ?
উত্তর: উইলমিংটন।
প্রশ্ন:৪
পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর: এশিয়া।
প্রশ্ন:৫
ভারতের কোথায় বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা গড়ে উঠেছে ?
উত্তর: সুরাট।
প্রশ্ন:৬
পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে ?
উত্তর: ৭ টি।
প্রশ্ন:৭
পৃথিবীর আয়তন কত ?
উত্তর: ৫১,০১,০০,৫০০ বর্গকিমি।
প্রশ্ন:৮
ওয়েবারের তত্ত্ব অনুযায়ী শিল্পটি বাজারমুখী হবে না বহির্মুখী হবে তা কোন সূচকের দ্বারা নির্ণয় করা হয় ?
উত্তর: দ্রব্য।
প্রশ্ন:৯
পৃথিবীর আনুমানিক বয়স কত ?
উত্তর: ৪,৫০০ মিলিয়ন বছর।
প্রশ্ন:১০
কানাডার কোথায় প্রথম কাগজকল গড়ে উঠে ?
উত্তর: কুইবেকে।

Comments
Post a Comment