দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
উত্তর: তামিলনাড়ুর পেরাম্বুর।
প্রশ্ন:২
এশিয়াকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোন খাল ?
উত্তর: সুয়েজ খাল।
প্রশ্ন:৩
কোন শহরকে ‘ভারতের ম্যানচেস্টার’ বলা হয় ?
উত্তর: আমেদাবাদকে।
প্রশ্ন:৪
ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী।
প্রশ্ন:৫
ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?
উত্তর: বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।
প্রশ্ন:৬
মহানগর কাকে বলে ?
উত্তর: মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা ১০ লক্ষের বেশী।
প্রশ্ন:৭
ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তর: পশ্চিমবঙ্গের রিষড়ায়।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয় ?
উত্তর: মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি।
প্রশ্ন:৯
ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:১০
ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
উত্তর: ঘুসুড়ি।

Comments
Post a Comment