এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
প্রশ্ন:১
গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টিপাত হয় :
(a) উত্তর এশিয়ায়
(b) মধ্য এশিয়ায়
(c) দক্ষিণ এশিয়ায়
উত্তর: দক্ষিণ এশিয়ায় ।
প্রশ্ন:২
এশিয়ার মধ্যভাগের অতি উচ্চ পার্বত্য অঞ্চলগুলি প্রায় সারাবছর ধরে :
(a) উষ্ণ থাকে
(b) বরফাচ্ছন্ন থাকে
(c) শীতল থাকে
উত্তর: বরফাচ্ছন্ন থাকে ।
প্রশ্ন:৩
এশিয়া মহাদেশের সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় :
(a) ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়
(b) নিরক্ষীয় জলবায়ু দেখা যায়
(c) মৌসুমি জলবায়ু দেখা যায়
উত্তর: নিরক্ষীয় জলবায়ু দেখা যায় ।
প্রশ্ন:৪
বেরিং সমুদ্র-স্রোতের প্রভাবে বছরের বেশিরভাগ সময়ে এশিয়ার উত্তর-পূর্ব উপকূলভাগ :
(a) শীতল
(b) উষ্ণ
(c) নাতিশীতােষ্ণ
উত্তর: শীতল ।
প্রশ্ন:৫
এশিয়ার শীতলতম স্থানটি হল :
(a) সাইবেরিয়ার উলেনা
(b) ভারখয়ানস্ক
(c) ঐমিয়াকন
উত্তর: ঐমিয়াকন ।
প্রশ্ন:৬
ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এশিয়া মহাদেশের :
(a) ইসরাইলে
(b) আরবের মরুভূমিতে
(c) ভারতে
উত্তর: ইসরাইলে ।
প্রশ্ন:৭
এশিয়ার সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম :
(a) ভারতের শিলং
(b) মৌসিনরাম
(c) চেরাপুঞ্জি
উত্তর: মৌসিনরাম ।
প্রশ্ন:৮
এশিয়ার দক্ষিণাংশ :
(a) গ্রীষ্মমণ্ডলে অবস্থিত
(b) নাতিশীতােষ্ণ মণ্ডলে অবস্থিত
(c) হিমমণ্ডলে অবস্থিত
উত্তর: গ্রীষ্মমণ্ডলে অবস্থিত ।
প্রশ্ন:৯
গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ৩৫° সেলসিয়াস থাকে :
(a) উত্তর এশিয়ায়
(b) মধ্য এশিয়ায়
(c) দক্ষিণ এশিয়ায়
উত্তর: মধ্য এশিয়ায় ।
প্রশ্ন:১০
এশিয়ার উষ্ণতম স্থানটি হল :
(a) পেশােয়ার
(b) জয়সলমির
(c) জেকোবাবাদ
উত্তর: জেকোবাবাদ ।
***********************************************************
👉এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ - সেট ২[NEXT]
***********************************************************
Comments
Post a Comment