ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি ?
উত্তর:
পূর্বাশা।
প্রশ্ন:২
বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো নদী কোনটি ?
উত্তর:
দামোদর।
প্রশ্ন:৩
বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ‘বক্সদুয়ার’ কোন জেলায় অবস্থিত ?
উত্তর:
জলপাইগুড়ি।
প্রশ্ন:৪
বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে ?
উত্তর:
অ্যালেক্সি লিওনভ।
প্রশ্ন:৫
কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
উত্তর:
ঝিলম।
প্রশ্ন:৬
কোন গ্রহে বায়ুমণ্ডল নেই ?
উত্তর:
বুধ।
প্রশ্ন:৭
সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম কী ?
উত্তর:
কালিম্পং।
প্রশ্ন:৮
বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উত্তর:
পুরুলিয়া।
প্রশ্ন:৯
ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে ?
উত্তর:
২৪৭ টি।
প্রশ্ন:১০
দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত ?
উত্তর:
রূপনারায়ণ।

Comments
Post a Comment