দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি ?
উত্তর:
ভ্যাটিকান।
প্রশ্ন:২
পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি ?
উত্তর:
পুওট উইলিয়াম (চিলি)।
প্রশ্ন:৩
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর:
ওশেনিয়া।
প্রশ্ন:৪
পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনগুলি ?
উত্তর:
জাপান, ইন্দনেশিয়া।
প্রশ্ন:৫
আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি ?
উত্তর:
ভ্যাটিকান।
প্রশ্ন:৬
পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি ?
উত্তর:
ইতালি।
প্রশ্ন:৭
আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি ?
উত্তর:
রাশিয়া।
প্রশ্ন:৮
পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি ?
উত্তর:
চিলি।
প্রশ্ন:৯
পৃথিবীর সবচেয়ে উত্তরে নগরী কোনটি ?
উত্তর:
হ্যামারফাস্ট (নরওয়ে)।
প্রশ্ন:১০
জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি ?
উত্তর:
চীন।

Comments
Post a Comment