দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
উত্তর:
কৃষ্ণা।
প্রশ্ন:২
ভারতের কোন অঞ্চলে কূপ পদ্ধতির প্রচলন বেশি ?
উত্তর:
গাঙ্গেয় সমভূমি অঞ্চলে।
প্রশ্ন:৩
কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান দখল করে ?
উত্তর:
পঞ্চম।
প্রশ্ন:৪
ভারতের বৃহত্তম কার্পাস বস্ত্র উৎপাদন কেন্দ্র কোনটি ?
উত্তর:
মুম্বই।
প্রশ্ন:৫
কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
উত্তর:
গোদাবরী।
প্রশ্ন:৬
বারাণসী কি তৈরীর জন্য পরিচিত ?
উত্তর:
রেল ইঞ্জিন।
প্রশ্ন:৭
ভারতের প্রথম পাটকলটি স্থাপন হয়েছিল ?
উত্তর:
পশ্চিমবঙ্গের রিষরায়।
প্রশ্ন:৮
ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
পশ্চিমবঙ্গ।
প্রশ্ন:৯
ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় ?
উত্তর:
যাদুগোড়া।
প্রশ্ন:১০
কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস গবেষণাগার কোন শহরে অবস্থিত ?
উত্তর:
কোচি।

Comments
Post a Comment