দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি ?
উত্তর:
৯০ ডিগ্রি।
প্রশ্ন:২
আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায় ?
উত্তর:
শরৎ।
প্রশ্ন:৩
পভ বাঁধ কোন নদীতে দেখা যায় ?
উত্তর:
বিপাশা নদী।
প্রশ্ন:৪
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
উত্তর:
নাব্রা উপত্যকা (কারাকোরাম)।
প্রশ্ন:৫
ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি ?
উত্তর:
হিন্দুস্থান শিপইয়ার্ড।
প্রশ্ন:৬
বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে ?
উত্তর:
২০৪ টি।
প্রশ্ন:৭
বর্তমানে ‘মথুরা’ কি নামে পরিচিত ?
উত্তর:
ইসলামাবাদ।
প্রশ্ন:৮
জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে ?
উত্তর:
চুইংগাম তৈরি হয়।
প্রশ্ন:৯
কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী ?
উত্তর:
বার্গ।
প্রশ্ন:১০
পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ ?
উত্তর:
তীর্যক স্তুপ পর্বত।

Comments
Post a Comment