দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের শুল্কমুক্ত বন্দর হলো ?
উত্তর:
কান্ডালা।
প্রশ্ন:২
কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো ?
উত্তর:
হলদিয়া।
প্রশ্ন:৩
আরবসাগরের রানী কাকে বলা হয় ?
উত্তর:
কোচিনকে।
প্রশ্ন:৪
তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর:
ওড়িশায়।
প্রশ্ন:৫
ভারতে বৃহত্তম সার কারখানা আছে ?
উত্তর:
সিন্ধ্রিতে।
প্রশ্ন:৬
আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে ?
উত্তর:
ডিগবয়।
প্রশ্ন:৭
একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ ?
উত্তর:
নভসেবা।
প্রশ্ন:৮
মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ?
উত্তর:
ট্রম্বে।
প্রশ্ন:৯
চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর:
গুজরাট।
প্রশ্ন:১০
ভারতের ম্যানচেষ্টার কাকে বলা হয় ?
উত্তর:
আমেদাবাদকে।

Comments
Post a Comment