দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি ?
উত্তর:
মুম্বাই।
প্রশ্ন:২
মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম ?
উত্তর:
মুম্বাই।
প্রশ্ন:৩
কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর:
বারাণসীতে।
প্রশ্ন:৪
ভারতে অধিকাংশ লৌহ–আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ?
উত্তর:
মার্মাগাঁও।
প্রশ্ন:৫
হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?
উত্তর:
নদী বন্দর।
প্রশ্ন:৬
ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?
উত্তর:
মার্মাগাঁও।
প্রশ্ন:৭
হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ?
উত্তর:
বিশাখাপত্তনমে।
প্রশ্ন:৮
ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?
উত্তর:
মুম্বাই।
প্রশ্ন:৯
যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থানে ?
উত্তর:
মাদ্রাজ।
প্রশ্ন:১০
বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?
উত্তর:
সমুদ্র বন্দর।

Comments
Post a Comment