দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন:২
গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে ?
উত্তর: এলাহাবাদ।
প্রশ্ন:৩
নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে ?
উত্তর: টোডা।
প্রশ্ন:৪
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে ?
উত্তর: পূর্ব উপকূলে।
প্রশ্ন:৫
তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে ?
উত্তর: কর্ণাটকে।
প্রশ্ন:৬
অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমন্ডলের কোন স্তর ?
উত্তর: ওজোনস্তর।
প্রশ্ন:৭
গঙ্গার বাম তীরের দুটি উপনদীর নাম করো।
উত্তর: কোশী, ঘর্ঘরা।
প্রশ্ন:৮
ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই ?
উত্তর: হিমাচল প্রদেশে।
প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারা নামে পরিচিত ?
উত্তর: মালদহ।
প্রশ্ন:১০
রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় ?
উত্তর: ধান্দ।

Comments
Post a Comment