দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রাজমহল পাহাড় কোন শিলাই গঠিত ?
উত্তর: গ্রানাইট।
প্রশ্ন:২
কোন নদীর উপর মেটুর বাঁধ আছে ?
উত্তর: কাবেরী।
প্রশ্ন:৩
দক্ষিণ এর ধানের ভাণ্ডার কাকে বলা হয় ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন:৪
বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
উত্তর: ৬ টি।
প্রশ্ন:৫
মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়?
উত্তর: কার্টোগ্রাফি।
প্রশ্ন:৬
গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে ?
উত্তর: বঙ্গোপসাগর।
প্রশ্ন:৭
ভারতে উর্বর নতুন পলিমাটি গুলি কি নামে পরিচিত ?
উত্তর: খাদার।
প্রশ্ন:৮
সাইলেন্ট ভ্যালি কী ?
উত্তর: কেরলের জলবিদুৎ কেন্দ্র।
প্রশ্ন:৯
প্রাচীন অনুর্বর পলিমাটি গুলি কি নামে পরিচিত ?
উত্তর: ভাঙর।
প্রশ্ন:১০
কোন দুটি নদী মিলিত হতে রূপনারায়ন নদী সৃষ্টি হয়েছে ?
উত্তর: দারকেশ্বর ও শিলাই।

Comments
Post a Comment