দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
কোন ভূগোলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন ?
উত্তর: ফরাসী ভূগোলবিদ ডি. অ্যাসভিল।
প্রশ্ন:২
‘সাইল্যান্ট ভ্যালি’ কোথায় অবস্থিত ?
উত্তর: কেরলে।
প্রশ্ন:৩
বাংলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
উত্তর: সান্দাকফু।
প্রশ্ন:৪
ভারতের সব থেকে উঁচু সড়কপথ কোনটি ?
উত্তর: খারদুংলা সড়কপথ।
প্রশ্ন:৫
‘শহরের রাজপ্রসাদ’ বলা হয় কোন জায়গাকে ?
উত্তর: হালিশহরকে।
প্রশ্ন:৬
দক্ষিণ ভারতের কোন গাছকে ‘সবুজ সোনা’ বলা হয় ?
উত্তর: নারকেল গাছকে।
প্রশ্ন:৭
বীরভূম জেলার কোথায় টাঁকশাল আছে ?
উত্তর: ইলামবাজারে।
প্রশ্ন:৮
মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: বীরভূম জেলার দুবরাজপুরে।
প্রশ্ন:৯
ভারতের উচ্চতম শহর কোনটি ?
উত্তর: লে বা লেহ।
প্রশ্ন:১০
কলকাতার সবচেয়ে পুরোনো সৌধ কোনটি ?
উত্তর: টাউন হল (১৮০৪ সাল)।

Comments
Post a Comment