দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: জলঙ্গি।
প্রশ্ন:২
স্কেল কাকে বলে ?
উত্তর: দুটি স্থানের মধ্যে মানচিত্রের দূরত্ব ও প্রকৃত দূরত্বের অনুপাত কি স্কেল বলে।
প্রশ্ন:৩
কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে ?
উত্তর: রেগুর।
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত ?
উত্তর: ৫২০ কিমি।
প্রশ্ন:৫
এশিয়ার বৃহত্তম বায়ুবিদুৎ কেন্দ্র কোথায় আছে ?
উত্তর: গুজরাটের লাম্বাতে।
প্রশ্ন:৬
সমুদ্র পিষ্টে স্বাভাবিক বায়ুর চাপ কত ?
উত্তর: প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড এর সমান।
প্রশ্ন:৭
ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারন্য কোনটি ?
উত্তর: পেরিয়ার (কেরালা)।
প্রশ্ন:৮
পূর্বে কোন তারা দেখে দিক নির্ণয় করা হতো ?
উত্তর: ধ্রুবতারা।
প্রশ্ন:৯
কে প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন এবং তার নাম কি ছিল ?
উত্তর: 1578 সালে মার্কেটর অ্যাটলাস নামে প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন।
প্রশ্ন:১০
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: মাতলা।

Comments
Post a Comment