দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় ?
উত্তর: মালদহ।
প্রশ্ন:২
ভারতে উৎপাদিত প্রধান খাদ্য ফসল কি কি ?
উত্তর: ধান, গম ও মিলেট।
প্রশ্ন:৩
লবণাম্বু উদ্ভিদের উদাহরণ দাও ?
উত্তর: সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল প্রভৃতি।
প্রশ্ন:৪
ক্রান্তীয় পর্ণমোচি অরন্যের কয়েকটি বৃক্ষের উদাহরণ দাও ?
উত্তর: শল, সেগুন, চন্দন, আম, প্রভৃতি।
প্রশ্ন:৫
কোন শ্রেণীর উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়?
উত্তর: লবনাম্বু উদ্ভিদের।
প্রশ্ন:৬
ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী ?
উত্তর: ফুন্টশলিং।
প্রশ্ন:৭
উল্কার অপর নাম কী ?
উত্তর: ছুটন্ত তারা।
প্রশ্ন:৮
ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কাকে বলে ?
উত্তর: কার্শিয়াং।
প্রশ্ন:৯
পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত ?
উত্তর: ক্ষয়জাত।
প্রশ্ন:১০
জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর: চতুর্থ।

Comments
Post a Comment