দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
আক্সাই চীন কী ?
উত্তর: উচ্চ মালভূমি।
প্রশ্ন:২
ধুয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে ?
উত্তর: নর্মদা।
প্রশ্ন:৩
প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয় ?
উত্তর: নারায়নগঞ্জ।
প্রশ্ন:৪
গারো পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: নক্রেক।
প্রশ্ন:৫
রোটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: হিমাচল প্রদেশ।
প্রশ্ন:৬
কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরন করেছে ?
উত্তর: হরিদ্বারে।
প্রশ্ন:৭
ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
উত্তর: সিয়াচেন।
প্রশ্ন:৮
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: গুরু শিখর।
প্রশ্ন:৯
ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তর: লাদাখ মালভূমি।
প্রশ্ন:১০
জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে ?
উত্তর: শ্রীনগর ও লে।

Comments
Post a Comment